পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো,
                             এসো মনোরঞ্জন॥
আলোকে আঁধার হউক চূর্ণ,         অমৃতে মৃত্যু করো পূর্ণ--
                             করো গভীরদারিদ্র৻ভঞ্জন ॥
সকল সংসার দাঁড়াবে সরিয়া তুমি হৃদয়ে আসিছ দেখি--
     জ্যোতির্ময় তোমার প্রকাশে শশী তপন পায় লাজ,
                             সকলের তুমি গর্বগঞ্জন ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর