(মরি লো)   কার বাঁশি নিশিভোরে বাজিল মোর প্রাণে
          ফুটে দিগন্তে অরুণকিরণকলিকা ॥
     শরতের আলোতে সুন্দর আসে,
                   ধরণীর আঁখি যে শিশিরে ভাসে,
          হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর