কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে, পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥ বরষনের পরশনে শিহর লাগে বনে বনে, বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে॥ আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে, পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে। ঝিল্লিমুখর বাদল-সাঁঝে কে দেখা দেয় হৃদয়-মাঝে, স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥<
কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 157