পরবাসী, চলে এসো ঘরে
          অনুকূল সমীরণ-ভরে॥
ওই দেখো কতবার   হল খেয়া-পারাবার,
          সারিগান উঠিল অম্বরে॥
          আকাশে আকাশে আয়োজন,
          বাতাসে বাতাসে আমন্ত্রণ।
মন যে দিল না সাড়া,   তাই তুমি গৃহছাড়া
          নির্বাসিত বাহিরে অন্তরে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর