পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে, মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে॥ হেথা সা রে গা মা -গুলি সদাই করে চুলোচুলি, কড়ি কোমল কোথা গেছে তলাইয়ে॥ হেথা আছে তাল-কাটা বাজিয়ে-- বাধাবে সে কাজিয়ে। চৌতালে ধামারে কে কোথায় ঘা মারে-- তেরে-কেটে মেরে-কেটে ধাঁ-ধাঁ-ধাঁইয়ে॥<
পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 192