কাম্য-কৰ্ম্মের নিন্দা

কামাত্মতা ন প্রশস্ত ন চৈবেহাস্ত্যকামত ।
কাম্যো হি বেদাধিগমঃ কৰ্ম্মযোগশ্চ বৈদিকঃ ॥ ২ ॥

এক্ষণে কাম্যকর্মের নিন্দা করিতেছেন। কৰ্ম্মমাত্রই কামনার বিষয়, স্বৰ্গাদি ফলাভিলাষ পূৰ্ব্বক কৰ্ম্মানুষ্ঠান অতি গৰ্হিত, কেন না, তদ্রুপে কৰ্ম্ম করিলে পুনরায় জন্মগ্রহণ করিতে হয়, কিন্তু আত্মজ্ঞান সহকারে বেদবোধিত নিত্য-নৈমিত্তিক কৰ্ম্ম করিলে মোক্ষ প্রাপ্তি হয়। ২

<

Super User