ধৰ্ম্মলক্ষণ

বিদ্বদ্ভিঃ সেবিতঃ সদ্ভিনিত্যমদ্বেষরাগিভিঃ ।
হৃদয়েনাভ্যনুজ্ঞাতে যে ধৰ্ম্মস্তন্নিবোধত ॥ ১ ॥

হে মহর্ষিগণ ! আপনাদের জিজ্ঞাসিত ধৰ্ম্মের মধ্যে প্রধান ধৰ্ম্ম আত্মজ্ঞান কথিত হইল, এক্ষণে তাহার অঙ্গস্বরূপ সংস্কারাদি ধৰ্ম্ম প্রতিপন্ন করিবার মানসে ভগবান মনু সামান্ততঃ যে ধর্শের লক্ষণ কহিয়াছেন, আপনার তাহ অবধান করুন। বেদপ্রতিপাদ্য অপবর্গাদি-শ্রেমসাধন কর্ণসমূহকে ধৰ্ম্ম বলা যায়, যে ধৰ্ম্ম রাগদ্বেষবিহীন সাধু বিধানের একান্তহৃদয়ে ধারণ করিয়া থাকেন। আর বেদপ্রতিপাদ্য পাপসাধন ক্রিয়াকলাপকে অধৰ্ম্ম বলা যায়। ১

<

Super User