আমারে পড়েছে আজ ডাক ,
কথা কিছু বলতেই হবে।
বিশ্রাম করা পড়ে থাক ,
পার যদি মন দাও তবে।
ফিস্ফিস্ কর যদি ব ‘ সে
খস্খস্ মেজেতে পা ঘ ‘ ষে–
অভ্যাস হয়ে এ ব্যাঘাত যত ,
যেন কিছু হয় নাই থাকি এই মতো।
গম্ভীর হয়ে করি প্রফেটের ভান ;
শুনে যে ঘুমিয়ে পড়ে সে বুদ্ধিমান।

আমাদের কাল থেকে ভাই ,
এ কালটা আছে বহু দূরে–
মোটা মোটা কথাগুলো তাই
ব ‘ লে থাকি খুব মোটা সুরে।
পিছনেতে লাগে নাকো ফেউ
বৃদ্ধের প্রতি সম্মানে ,
মারতে আসে না ছুটে কেউ
কথা যদি নাও লয় কানে।
বিধাতা পরিয়ে দিল আজ
নারদমুনির এই সাজ।
তাই তো নিয়েছি কাজ উপদেষ্টার ;
এ কাজটা সবচেয়ে কম চেষ্টার।

তবে শোনো– মন্দ সে মন্দই ,
হোক – না সে গুপিনাথ , হোক – না সে নন্দই।
আর শোনো – ভালো যে সে ভালো ,
চোখ তার কটা হোক , হোক বা সে কালো।
অল্প যা বললেম দেখো তাই ভেবে ,
পাছে ভুলে যাও তাই নোট লিখে নেবে।
যদি বল , পুরাতন এই কথাগুলো–
আমিও যে পুরাতন সেটা নাহি ভুলো।

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর