ছায়ানট–তেতালা

বিরহী বেণুকা কেন বাজে সখী ছায়ানটে।
উথলি উঠিল বারি শীর্ণা যমুনা তটে॥
     নীরব কুঞ্জে কুহু
     গেয়ে ওঠে মুহু মুহু
আঁধার মধু বনে বকুল চম্পা ফোটে॥
সহসা সরসা হল বিরস বৃন্দাবন
চন্দ্রা-যামিনী হাসে খুলি মেঘ-গুণ্ঠন।
     সে এলে তারে নিরখি
     পরান কি রবে সখী?
আবেশে অঙ্গ মম থরথর কেঁপে ওঠে॥
<

Kazi Nazrul Islam ।। কাজী নজরুল ইসলাম