-
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
-
আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি
-
আর নহে আর নহে বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে
-
আরো একটু বসো তুমি আরো একটু বলো
-
আরো কিছুখন নাহয় বসিয়ো পাশে
-
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন
-
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা
-
উতল হাওয়া লাগল আমার গানের তরণীতে
-
উদাসিনী -বেশে বিদেশিনী কে সে নাইবা তাহারে জানি
-
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
-
এ কী সুধারস আনে আজি মম মনে প্রাণে
-
এ কী হরষ হেরি কাননে
-
এ তো খেলা নয় খেলা নয়
-
এ পথে আমি-যে গেছি বার বার
-
এই উদাসী হাওয়ার পথে পথে
-
এই কথাটি মনে রেখো
-
এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে
-
একদা তুমি প্রিয়ে আমারি এ তরুমূলে
-
একদিন চিনে নেবে তারে
-
একবার বলো সখী ভালোবাস মোরে
Page 4 of 20