সদা মন থেকো রে হুঁস
            ধর মানুষ রূপ-নিহারে।
আয়না আঁটা রূপের ছটা
            চিলেকোঠায় ঝলক মারে।।
স্বরূপ রূপে রূপকে জানা,
তারই নাম উপাসনা,
গাঁজার দাম চড়িয়ে মনা,
            বমকালী আর বলো না রে।।
বর্তমানে দেখো ধরি,
নরদেহ অটল বিহারী,
মরো কেন হরি বড়ি
            কাঠের মালা টিপে-হারে।।
দেল ঢুঁড়ে দরবেশ যারা,
রূপ নেহারী সিদ্ধ তারা,
লালন কয়, আমার খেলা
            ‘ডাণ্ডাগুলি’ সার হলো রে।।


বিশ্বনাথ মজুমদার, লালন ফকির’, লালন স্মারকগ্রন্থ, পৃ. ৯৮

<

Lalon Fakir ।। লালন ফকির