শ্রীরূপের সাধন আমার কৈ হল।
শুধু কথায় কোট মারিয়া জনম বিফলে গেল।।
             রূপের দয়া হল না মোরে
             ভক্তি নাই আমার অন্তরে
             দিন আখেরী কথার জোরে
                          সকল তোর ফুরাল।।
             শ্রীরূপের আশ্রিত যারা
             অনায়াসে প্রেম সাধল তারা
             হল না মোর আন্তসারা
                          কপালে এই ছিল।।
             এলো বুঝি কঠিন সমন
             নিকাশ কি করব তখন,
             তাইতে এবার অধীন লালন
                          গুরুর দোহাই দিল।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৩-৪

<

Lalon Fakir ।। লালন ফকির