চিরকাল জল ছেঁচে আমার জল
             ছাড়ে না এ ভাঙ্গা নায়।
এক মালা জল ছেঁচতে গেলে
             তিন মালা জোগায় তেতালায়।।
ছুতোর বেটার কারসাজিতে
             জনম তরীর সাধ মারা নয়।
তরীর আশেপাশে কাষ্ঠ সরল
             মেজেল কাঠ গড়ে চেতলায়।।
আগায় মোর মন সর্বক্ষণ
             বসে বসে চোকম খেলায়।
আবার আমার দশা তলা ফাসা
             জল সেচি আর গুদড়ি গলায়।।
মহাজনের অমূল্য ধন
             মারা গেল ডাকনি দোলায়।
ফকির লালন বলে, মোর কপালে
                          কি হবে নিকাশের বেলায়।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৫৬-৫৭
‘লালন-গীতিকা’য় ‘মেজেল কাঠ গড়ে চেতনায়’, ‘জল সেঁচা সার গুদড়ি গলায়’ এবং ‘মারা গেল ডাকেনি জোলায়’-এরূপ কথান্তর আছে। -পৃ.২৯৬

<

Lalon Fakir ।। লালন ফকির