চিরদিন দুখের অনলে প্রাণ জ্বলছে আমার।
আমি আর কত দিন জানি
অবলার প্রাণী
এ জ্বলনে জ্বলবে ও হে দয়াময়।
দাসী ম’লে ক্ষতি নয়, যাই হে মরে যাই,
দয়াল নামে দোষ রবে হে গোসাঁই।
আমায় দেও দুঃখ যদি
তবু তোমায় সাধি
তোমা বিনে দোহাই আর দিব কার।
ও মেঘ, হইয়ে উদয় লুকালো কোথায়
প্ৰবশীর প্রাণ গেল প্রবশায়।
আমার কি দোষের ফলে
এ দশা ঘটালে
তুমি চাও হে নাথ, ফিরে চাহ একবার।
আমি উড়ি হাওয়ার সাথ, ধরি তোমার হাত
তুমি না তরালে কে তরায় হে নাথ।
আমায় ক্ষেম অপরাধ—
দেও হে শীতল পদ
লালন বলে, প্রাণে সয় না রে আর।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫০; লালন-গীতিকা, পৃ. ২৯০
এ গানের আঙ্গিক ও সুর-কাঠামো স্বতন্ত্রধর্মী। ছোট-বড় পর্ব মিলিয়ে এর ছন্দ-রীতিটি হল খখ গগ ক।

<

Lalon Fakir ।। লালন ফকির