খাকে গড়লো পিঞ্জিরে।
এ শুকপাখি আমার কিসে গঠেছে রে।।
           পাখি পুষলাম চিরকাল
           নীল কিংবা লাল
একদিন না দেখলাম সে রূপ সামনে ধরে।।
           আবে-খাকে পিঞ্জিরা বর্ত
           আতসে হইল পোক্ত
                      পবন আড়া সেই ঘরে।।
           আছে শুকপাখি সেথায়
           প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে শুরু গোসাঁই মেরে।।
           কিবা রে পিঞ্জিরার ধ্বজা
           নিয়ে উপর নয় দরজা
                      কুঠুরি ঘরে ঘরে।
           আছে পঞ্চ কুঠুরি তার
           মাঝে মূলাধার
ও সে মূলাধারের মূল সেই শূন্য ভরে।।


লালন-গীতিকা, পৃ. ১৫০

<

Lalon Fakir ।। লালন ফকির