সামাল সামাল সামাল তরী
          ভব-নদীর তুফান ভারি।।
নিরিখ রেখো ঈশান কোণে
চালাও তরী সযতনে
খালি খালি মরবি প্রাণে
          জানা যাবে মাজিগিরি।।
না জানি কি হয় কপালে
চন্ডিপাঠ ডুবিল জলে
বারে এহি বার বাঁচিলে
          আর হব না কান্ডারী।।
ব্যাপারের ভাব যায় না জানা
চিন্তা-জ্বরে হলাম টোনা
লালন বলে, ঠিক পেলাম না
          কোথা আল্লা কোথা নবী।।


বাউল কবি লালন শাহ, পৃ. ২৮৭

<

Lalon Fakir ।। লালন ফকির