সামান্যে কি সে প্রেম হবে।
গুরু পরশিলে আপনি প্রেম উদয় হবে।।

যে প্রেমে রাই হরে কৃষ্ণের মন
অকৈতব সে প্রেমেরি কারণ
যোগ্য অনুসর
মর্ম জানে তার
অযোগ্য পাত্রে কি সে ভার সম্ভবে।।

বলবো কি সেই প্রেমের বাণী
কামে থেকে হয় নিষ্কামী
সে যে শুদ্ধ সহজ রস
করিয়ে বিশ্বাস
দোঁহার মন করে দোঁহার ভাবে।।

কমলিনী প্রফুল্ল বদন
… … … … …
সে যে লক্ষ যোজন অন্তে
দোহার প্রেম একান্তে
লালন কয়, রসিকের তেমনি প্রেম-ভাবে।।

——————–
লালন গীতিকা, পৃষ্ঠা ১০৯-১১০
আভোগের ২য় চরণটি নেই; ‘ডট’ দিয়ে তা বুঝানো হয়েছে।

<

Lalon Fakir ।। লালন ফকির