আর কি এমন জনম, বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে।।
            মানব দলেতে আসায়
            কত দেব-দেবতা বাঞ্ছিত হয়;
            হেন জনম দীন দয়াময়
                         দিছে কোন ফলে।।
            কত কত লক্ষ জমি
            ভ্রমণ করেছে তুমি;
            মানব কুলে মন রে তুমি
                          এসে কি করিলে।।
            ভুল না রে মন রসনা
            সুমঝে কর বেচাকেনা;
            লালন বলে, কুল পাবা না
                          এবার ঠকে গেলে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৭

<

Lalon Fakir ।। লালন ফকির