কি করি কোন পথে যাই মনে কিছু
          ঠিক পড়ে না।
দোটানাতে ভাবছি বসে
          ঐ ভাবনা।।
কেউ বলে মক্কায় যেয়ে হজ করিলে 
          যাবে গোনা।
কেউ বলিছে মানুষ ভজে 
          মানুষ হ’না।।
কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম
          ভেস্তেখানা।
কেউ বলে ভাই ও সুখের ঠাঁই
          কায়েম রয় না।।
কেউ বলে মুরশিদের ঠাঁই খুঁজিলে পাই
          আদি ঠিকানা।
লালন ভেড়ে না বুঝিয়ে
          হয় দোটানা।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৭২;
লালন-গীতিকা, পৃ. ৯;
লালন সঙ্গীত, পৃ. ৬৪ (কথান্তরঃ লালন ভেড়ে তাই না বুঝে/হয় দোটানা।।)।

<

Lalon Fakir ।। লালন ফকির