দেল ছুঁড়ে দেখনা মনা।
মিছে কেবল সন্দেহের দোলায়
           ঘুরে মরিস ও দিনকানা।।
ভজিবি মানুষের চরণ
মক্কাতে করিবি গমন
যা ইচ্ছা তাই কর এখন
           এ জনম যে আর পাবি না।।
যদি যায়রে মনের ধোকা
বর্তমানে পাবি দেখা
সাঁইর দিদার আছে পাকা
           এই জীবনে কর ঠিকানা।।
শুনে পড়েই জীবন গেল
এগ গুণে মন সই না হল
বাকির লোভে লালন ম’লো
           করে শুধু আগাগোনা


হারামণি, ৭ম খণ্ড, পৃ. ২

<

Lalon Fakir ।। লালন ফকির