চাঁদ বদনে বল গোসাঁই।
বান্দার এক দমের ভরসা নাই।।
হিন্দু কি যবনের বালা
পথের পথিক চিনে ধর এই বেলা।
           পিছে কাল শমন
           ফিরছে সর্বক্ষণ
কোনদিন বিপদ ঘটাবে তাই।।
আমার বিষয় আমার বাড়িঘর
এই বলে দিন গেল গো আমার;
           বিষয় বিষ খাবি
           সে ধন হারাবি
শেষে কাঁদলে তো ছাড়বে না ভাই।।
নিকটে থাকিতে সে ধন
সদাই চঞ্চলাতে দেখলি না রে মন;
           ফকির লালন কয়,
           সে ধন কোথায় রয়
আখেরে খালি হাতে যেতে হবে।।


হারামণি, ৭ম খণ্ড, পৃ. ৪০৯-১০;
বাউল কবি লালন শাহ, পৃ. ২৬৪

<

Lalon Fakir ।। লালন ফকির