পারে যাবি কি ধরে রে মন
যেতে হুজুরে তরঙ্গ ভবে ভেবে দেখ মন।।
           ইসরাফিলের শিঙ্গা রবে,
           জমিন আসমান উড়ে যাভে,
           হবে নৈরাকারময়
           কে ভাসবে কোথায়
           ……
           চুলের সাঁকো তাতে হীরার ধার,
           ভাসছে রে সেই তুফানের উপর,
           তাতে নজর হবে না
           কোথায় দিবে পা
                      সেই পথে।।
           পাপী অধম যার হেল্লা,
           তরে যাবে পারের বেলা,
           লালন বলে মন
           কি করিস এখন
                      ভবে চিনলেম না তারে।।


হারামণি, ১ম খণ্ড, কলিকাতা, ১৯৩০, পৃ. ৫৭
মনসুরউদ্দীন জৈনিক ফকির সাঁইয়ের নিকট থেকে সংগ্রহ করেন। গানটিতে নানা ধরনের ত্রুটি আছে। অন্তরার সমাপ্তিসূচক চরণটি নেই; ‘ডট’ চিহ্ন দিয়ে তা বুঝানো হয়েছে। ধুয়ার সাথে সঞ্চারীর ও আভোগের শেষ চরণে অন্ত্যমিল রক্ষিত হয় নি। তিনি এসব প্রশ্ন তোলেন নি। একাধিক পাঠ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে সমধান দেওয়া সম্ভব নয়। – ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৮১

<

Lalon Fakir ।। লালন ফকির