ফাঁক তালে দুনিয়াদারী হল দমের ঘরে বেদম ফাঁকি।।
            যখনি মন ভবে আইলি
            জমা-খরচ নিয়ে আইলি
            ও লাভের মূলে খোয়ালি
ও মন হৈছে পিঞ্জরার পাখি।।
            তাই ভেবে দেখ অকূল মনা
            নিকাশ দেনা সই হল না
            ও তার সার কেবল বাড়ী বানা
তাইতে মানুষ হৈছে কলের ঢেঁকি।।
            তাই ভজিয়ে আমার (মন)
            দিন থাকতে কর সাধন ভজন
            তাই লালন বলে ……
                        নইলে সকলি ফাঁকি।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১৩-১৪
গানটির আভোগ স্তবক ত্রুটিপূর্ণ। তথ্যদাতার স্মৃতিলোপের কারণে ৩য় চরণটি অপূর্ণ থেকে গেছে। ‘ডট’ চিহ্ন দিয়ে সেটা দেখালো হল। – ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৮১

<

Lalon Fakir ।। লালন ফকির