বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শনম সন্তোষপুরে।।
          যখন ভিটেয় হও বসতি
          দিয়েছিলে খোস কবলতি
          হরদমে নাম রেখ স্থিতি
                    এখন ভুলেছে তারে।।
          আইন মাফিক নিরিখ দে না
          তাতে কেনে ইতরপনা
          যাবে রে মন যাবে জানা
                    জানা যাবে আখেরে।।
          সুখ পেলে হও সুখ-ভোলা
          দুখ পেলে হও দুখ-উতালা
          লালন কয়, সাধনের খেলা
                    কিছে জুত্‌ ধরে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৬
কথান্তরঃ
বাকির কাগজ গেল হুজুরে।
          কোনদিন মন তোর আসবে শনম 
                    সাধের অন্তঃপুরে।।
          যখন ভিটেয় হও বসতি,
          দিয়েছিলে মন খোস কবলতি
          তুমি হরদমে নাম রাখবে স্থিতি,
                    এখন ভুলে গিয়েছ তারে।।
          আইন-মাফিক নিরিখ দে না,
          ও মন তাতে কেনে ইতরপনা,
          যাবে রে মন যাবে জানা
                    জানা যাবে আখেরে।।
          সুখ পা’লে হও সুখ-ভোলা
          দুখ পা’লে হও দুখ-উতালা
          লালন কয় সাধনের খেলা
                    মন তোর কিছে জুত্‌ ধরে।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৭৭

<

Lalon Fakir ।। লালন ফকির