যেও না আন্দাজী পথে মন-রসনা।
দবোচে বিপাকে প’লে প্রাণ বাঁচবে না।।
            পথেরো পরিচয় করে
            যাও না মনের সন্দ মেরে
            লাভ-লোকসান বুঝের দ্বারে
                        যায় গো জানা।
            উজান ভেটান পথ দুটি
            দেখ ধেয়ান করে খাঁটি,
            দেও যদি মন গড়া ভাটি
                        কূল পাবা না।।
            অনুরাগের তরণী করো,
            ধার চিনে উজানে ধরো,
            লালন কয়, তবে করতে পারো
                        মন-ঠিকানা।।


লালন-গীতিকা, পৃ. ২৬-২৭;
কথান্তরঃ
যেও না আন্দাজী পথে মন-রসনা।
দবোচে বিপাকে পলে প্রাণ বাঁচবে না।।
            পথেরো পরিচয় করে
            যাও না মনের সন্ধ মেরে
            লাভ-লোকসান বুঝের দ্বারে
                        যায় গো জানা।
            উজান ভেটেন পথ দুটি
            দেখ ধেয়ান করে খাঁটি,
            দেও যদি মন-গড়া ভাটি
                        কূল পাবা না।।
            অনুরাগের তরণী করো,
            ধার চিনে উজানে ধরো,
            লালন কয়, তবে করতে পারো
                        মন-ঠিকানা।।

বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯৫

<

Lalon Fakir ।। লালন ফকির