মনেরে বুঝাইতে আমার হল দিন আখেরী।
বোঝে না মন আপন মরণ একি অবিচারী।।
          ফাঁদ পাতিলাম শিকার বলে
          ফাঁদ উঠিল আপন গলে
          এ লজ্জা কি যাবে ধুলে
                    ভবের কাছারী।।
          পর ক্ষেতে যাই লোভ দেখিয়ে
          আপনি পড়ে লোভে খেয়ে
          হাতের মামলা হারা হয়ে
                    এখন কেঁদে ফিরি।।
          ছা’র জন্য আনিলাম আদার
          আদারে ছা খেল এবার
          লালন বলে এবার আমার
                    ভগ্নদশা ভারি।।


বাউল কবি লালন শাহ, পৃ. ৩১৫

<

Lalon Fakir ।। লালন ফকির