মর জেন্দেগির আগে।
দেখে শমন যাক ভেগে।।
সই থাকিতে আগে মরা
ভাবুক তার এমনি ধারা
প্রেমমদে মাতোয়ারা
সেকি বিধির ভয় রাখে।।
মরে যদি ভেসে উঠে
সেও বেড়ায় ঘাটে ঘাটে
মরে অমনি ভোব শ্রীপাটে
বিধির অধিকার ত্যেগে।।
হায়াতের আগে যে মরে
বাঁচে সে মওতের জোরে
দেখ রে মন হিসাব করে
দরবেশ লালন কয় ডেকে।৷

————

৩৩৯. লালন-গীতিকা, পৃ. ১৬৬-৬৭

<

Lalon Fakir ।। লালন ফকির