জগৎ মুক্তিতে ভুলালে সাঁই।
ভক্তি দাও হে যাতে চরণ পাই।।
রাঙাচরণ দেখবো বলে
বাঞ্ছা সদাই হৃদ-কমলে
তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই।।
ভক্তিপদ বঞ্চিত করে
শক্তিপদ দিছ কারে
যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে
কাণ্ড তোমার দেখি তাই।।
চরণের যোগ্য মন নয়
তথাপি মন ওই চরণ চায়
অধীন লালন বলে, হে দয়াময়
দয়া কর আজ আমায়।।——————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৯৭-৯৮
‘বাংলার বাউল ও বাউল গানে’ ধূয়ার ‘জগৎ শক্তিতে’ এবং সঞ্চারীর ‘ভক্তি-পথ’ ও ‘শক্তি-পথ–এরূপ কথান্তর আছে। (পৃষ্ঠা ৩২-৩৩)