তরিকতে দাখিল হলে সকল জানা যায়
কেনরে মন কোলের ঘোরে ঘোর ডানে বাঁয়।।

আউয়ালে বিসমিল্লা ব্যক্ত
মূল বটে তার তিনটি অর্থ।
আগমে বলেছে সত্য
ডুবে জানতে হয়।।

নবী আদম খোদ বা খোদা
এ তিন কিছু নহেক জুদা
আদমকে করিলে সেজদা
সালেক জনে পায়।।

যথা সালেক মোকাম বাড়ী
সফিউল্লাহ তাহার সিঁড়ি
লালন বলে মনের বেড়ি
লাগাও তার পায়।।

————-

লালন গীতিকা, পৃষ্ঠা ১৯২-৯৩

কথান্তর : অন্তরা—
আউয়ালে বিসমিল্লা বর্ত
জানলে হয় তিনটি অর্থ
আগমে বলছে সত্য
ডুবে জানতে হয়।

সঞ্চারী–
নবী আদম খোদবুদ খোদা
এ তিন কভু নহে জুদা
আদমে করিলে সেজদা
আলেক জানা যায়। -বাউল কবি লালন শাহ, পৃষ্ঠা ২৬৪, ৩০৭

হারামণি, ৫ম (পৃ. ২৩-২৪) ও ৭ম খণ্ডে (পৃ. ৩৯৫) গানটি সংকলিত হয়েছে।
এর সঞ্চারী স্তবকে এরূপ পাঠভেদ আছে :

যথা আদম খেদমত খোদা
এই তিন কবুল নহে জোদা
আদমকে জানাইলে সেজদা
আলেফ নাম হয়।।

<

Lalon Fakir ।। লালন ফকির