আপনারে আপনি চিনি নে।
দিন দোনের পর যার নাম অধর
           তারে চিনবো কেমনে।।

আপনারে চিনতাম যদি
মিলতো অটল চরণ-নিধি
মানুষের করণ হত সিদ্ধি
           শুনি আগম পুরাণে।।

কর্তারূপের নাই অম্বেষণ
আত্মার কি হয় নিরূপণ
আত্মাতত্ত্বে পায় সাধ্য ধন
           সহজ সাধক জনে।।

দিব্যজ্ঞানী যে জন হলো
নিজতত্ত্বে নিরঞ্জন পেলো
সিরাজ সাঁই লালন রৈলো
           জন্ম-অন্ধ মন-গুনে।।

———————————
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯২-৯৩

<

Lalon Fakir ।। লালন ফকির