আপনারে আপনি চেনা যদি যায়
তবে তারে চিনতে পারি সেই পরিচয়।।
উপরওয়ালা সদয় বাড়ি,
আত্মারূপে অবতারি,
মনের ঘোরে চিনতে নারি
           কিসে কি হয়।।

যে অঙ্গ সেই অংশ কলা
কায় বিশেষে ভিন্ন বলা
যার ঘুচেছে মনের ঘোলা
           সে কি তা কয়।।

সেই আমি কি আমি আমি
তাই জানিলে যাই দুর্নামি,
লালন কয় তবে কি ভ্রমি
           ভব কৃপায়।

—————————————–
লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৯৩

<

Lalon Fakir ।। লালন ফকির