আমার ঘরের চাবি পরেরই হাতে।
কেমনে খুলিয়া সে ধন দেখবো চক্ষেতে।।
         আপন ঘরে বোঝাই সোনা
         পরে করে লেনা দেনা
         আমি হলাম জন্ম-কানা
                  না পাই দেখিতে।।
         রাজি হলে দরওয়ানি
         দ্বারা ছাড়িয়ে দেবেন তিনি
         তারে বা কৈ চিনি শুনি
                 বেড়াই কুপথে।।
         এই মানুষে আছে রে মন
         যারে বলে মানুষ-রতন
         লালন বলে, পেয়ে সে ধন
         পারলাম না চিনতে।।

———————————
শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, ‘হারামণি’, প্রবাসী, আশ্বিন ১৩২২, পৃ. ৬৯৮;
লালন-গীতিকা, পৃ. ১০০-১;
হারামণি, ৪র্থ খণ্ড, পৃ. ৬৭; ৫ম খণ্ড, পৃ. ১১২

<

Lalon Fakir ।। লালন ফকির