আমার মন রে, তুই হইলি কেন পেরেসান।
অসময়ে কৃষি করে জমিনে ডাকাইলি বান।।
            আবার ভাদ্র মাসে লাঙ্গল চষে
            হাপুর হুপুর বীজ বুনিলে
            জোয়ার এসে নেয় ভাসাইয়া,
                       কিসে রে তোর ফলবে ধান।।
            আবার আশ্বিন মাসে জোয়ার আইল,
            তাইতে জমিন ভালো হইল;
            কার্তিক মাসে রসিক চিনে,
                        লালন কয়, তাই রে চিনে বোন ধান।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ১৬
গানটি পূর্ণাঙ্গ নয়। এখানে একটি স্তবক লোপ পেয়েছে। অন্ত্যমিলেও ত্রুটি পরিলক্ষিত হয়। -ওয়াকিল আহমেদ, লালন গীতি সমগ্র, পৃ. ৫১

<

Lalon Fakir ।। লালন ফকির