ফের পলো তোর ফিকিরেতে
যে ঘাট সারা ফিকির-ফাঁকার
ডুবে মলি সেই ঘাটেতে৷।
ফিকির ছিল এক নাচাড়ি
অধর ধরে দিতাম বেড়ি
পস্তানি খোলা দোয়াড়ি
তাই দেখে রেখেছি পেতে।।
না জেনে ফিকিরি আঁটা
শিরেতে পড়লাম জটা
সার হল ভাঙ ধুতরো ঘোঁটা
ডজন-সাহীন সব চুলাতে।।
ফকিরি ফিকিরি করা
হতে হবে জেন্তে মরা
লালন ফকির লেংটি এড়া
আঁট বসে না কোন মতে।।

————

৩২৪. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৬০; ‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণটি ‘যে ঘটেতে মার ফিকির-ফাঁকার’-রূপে লেখা হয়েছে। পৃ. ২ ‘বাংলার বাউল ও বাউল গানে’ অন্তরার পাঠটি এরূপ:

ফিকির ছিল এক নাগাড়ি
অধর ধরে দিতাম পাড়ি
এবার হল খোলা দোয়াড়ি
তাই দেখে রেখেছি পেতে।।–পৃ. ৬৭

<

Lalon Fakir ।। লালন ফকির