সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।
মন যদি আজ হও রে ফকির
নাও জেনে সে ফানার ফিকির
ধরো অধরা।
ফানার ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মস্করা।
কূপ জলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় একধারা।
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।
মুরশিদ রূপ আর আলেক নূরী
এক মনে কেমনে করি
দুরূপ নিহারা
লালন বলে, রূপ সাধিলে
হ’সনে যেন রূপহারা।।

————

৩৬৬. শ্রীবসন্তকুমার পাল, ‘ফকির লালন সা’, প্রবাসী, বৈশাখ ১৩৩৫; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১০১-০২; মহাত্মা লালন ফকির, পৃ. ৫৪ ‘লালন-গীতিকা’য় ধুয়ার ২য় চরণে ‘মেশে’ স্থলে ‘মিশায়’, সঞ্চারীর ২য় চরণে ‘মিলন’ স্থলে ‘মিশল’ এবং আভোগের শেষ চরণে ‘রূপহারা’ স্থলে ‘ঠিকহারা’ কথান্তর আছে। পৃ. ১০৭।

<

Lalon Fakir ।। লালন ফকির