সময় গেলে রে, ও মন সাধন হবে না।
দিন ধরিয়ে তিন সাধন কেনে করলে না৷
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
কি হয় তার বান্দাল১ দিলে
শুকনো মোহানা।
অসময়ে কৃষি করে
মিছামিছি খেটে মরে
গাছ যদি হয় বীজের জোরে
ফল ধরে না।
অমাবস্যা পূর্নিমা হয়
মহাযোগ সেই দিনে উদয়
লালন বলে, তার সময়
দণ্ডে করএ না।।

————

৩৬৩. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮৭; লালন-গীতিকা, পৃ, ৩১০ এই গ্রন্থে অন্তরার ৩য় চরণ “কি হয় তারে বাঙ্গাল দিলে।”-রূপে লেখা হয়েছে। এরূপ পাঠ সঠিক নয়। বান্দাল > বাঁধ, আইল (সঠিক পাঠ)।

<

Lalon Fakir ।। লালন ফকির