সমুদ্রের কিনারে থেকে জল বিনে চাতকী ম’ল।
হারে বিধি ওরে বিধি তোর মনে কি ইহাই ছিল৷
চাতক থাকে মেঘের আশে
মেঘ বর্ষালো অন্য দেশে
বল, চাতক বাঁচে কিসে
ওষ্ঠাগত প্রাণ আকুল৷
বিনে নবঘন বারি
খায় না চাতক অন্য বারি
চাতকের প্রতিজ্ঞা ভারি
যায় যাবে প্রাণ, সেও ভাল৷
লালন বলে, বুঝলাম এখন
হল না মোর ভজন-সাধন
ভুলে সিরাজ সাঁইজীর চরণ
তাইতে জনম বৃথা গেল।।

————

৩৬৫. তৃপ্তি ব্ৰহ্ম, লালন-পরিক্রমা, ৪র্থ খণ্ড, পৃ. ৩৩

<

Lalon Fakir ।। লালন ফকির