রসিকের ভঙ্গিতে যায় চেনা।
দেখ, তার শান্ত চিত্ত ঊর্ধ রতি
হায় বরণ কাঞ্চ সোনা।
সহজ হইয়া সহজ বস্তু
সেধেছে সে জনা।
তার কাম-সাগরে চর পড়েছে
প্রেম-সাগরে জল আঁটে না৷
চণ্ডীদাস রজকিনী
তারাই প্রেমের ধন্য শুনি
এমনি প্রেমিক কয় জনা।
তারাই এক মরণে দুই জন মরে
এমন মরা মরে কয় জনা।
লালন শাহ দরবেশে বলে
শোনরে কিনু, বলি তোরে
আবার রসিকের প্রেম মার্কমারা
হইলে তাদের প্রেম ছোটে না।।

————

হারামাণি, ৫ম খণ্ড, পৃ. ৫০-৫১

<

Lalon Fakir ।। লালন ফকির