ভাবের নদীতে আমি ডুব দিলাম না।
আমি নিত্য গঙ্গায় স্নান করি
কূলে বসে ঐ রূপ হেরি
নদীর কূলে কূলে বেড়াই ঘুরি
পাই না ঘাটের ঠিকানা।।
পানির নিচে স্থলপদ্ম
তাহার নিচে কত মধু গো
কালো ভ্রমর জানে মধুর মর্ম
অন্য কেউ আর জানে না।।
নতুন গাঙ্গে জোয়ার আসে
জোয়ারের সঙ্গে একটা কুমীর আসে
তাই লালন বলে, সেই কুমীরে নিবে ধরে
তাতে মরণ ভয়ে নামি না।৷

————

৩৩২. লালন ও তাঁর গান, পৃ. ৮২

<

Lalon Fakir ।। লালন ফকির