নাম সাধন বিফল বরজক বিনে।
এখানে সেখানে বরজক মূল ঠিকানা
তাই দেখ মনে মনে।।
বরজকের ঠিকানা হয় যদি
ভুলাইতে শয়তান গিধি
ধরিয়ে রূপ নানান বিধি
চিনবো তারে কিরূপ প্রমাণে।।
চার ভেঙ্গে দুই হল পাকা
সেই দুই বরজক লেখাজোখা
তাতে পল আরেক ধোকা
দুই দিকে ঠিক কবে হয়
বোয়ানে।
যেমন নৌকা ঠিক নয় বিনে
দাঁড়ায়।
নি-আকারে মন কি দাঁড়ায়
লালন মিছে ঘুরে বেড়ায়
অধর ধরতে চায় বরজক চিনে।।
————
৩১৪. লালন ফকির : কবি ও কাব্য, ১৮১-৮২; লালন-গীতিকা, পৃ. ১৮৯-৯০
<