ধরে (1) আজাজিল সেজদা বাকি রেখে কোনখানে।
কর রে মন সেজদা, সেই জায়গা চিনে।।
জগৎ জুড়ে দিলে সেজদা
তবু ঘটলো দূর-অবস্থা
ইমান হইল পোক্তা
বেড়েছে জমিন।। (2)
এমনি মাহাত্ম জায়গায়
সেজদা দিলে মকবুল হয়
আজাজিলের বিশ্বাস নয়
করেনি সেই জন্য। (3)
ইবলিসের সেজদার উপর
সেজদা দিলে কি ফল হয় তার
লালন বলে, সেই বিচার
ত্বরায় লও জেনো।।

————

৩০৭. লালন-গীতিকা, পৃ. ১৯৫

কথান্তর : 1. ধোঁড়; 2. ঈমান না হলে পোস্তা/খোঁড়াই জমিনে; 3. আজাজিল বিশ্বাস না হয়/নানতের তক্ত সেই জন্য- লালন-সঙ্গীত, পৃ. ৪৩

<

Lalon Fakir ।। লালন ফকির