কেমন করে আল্লা পাব তোমারে।
ভজন সাধন জানি না, চরণ দাও আমারে।
পালিতে পাষণ্ড দেহ
আল্লার প্রতি হয় না স্নেহ
বাঁচার চেয়ে মরণ ভাল
আমি মরবো কোন কাজে রে।
গুরু-শিষ্য এক আত্মা শুনি
মিলন হয় তারা কিসের জন্যি
কোন কার্যে চক্ষুদানী
মুর্শিদ বল আমারে।
চাতক রইল মেঘ ধেয়ান
অন্য বারি করে না পান
ফকির লালন কয়, পর্বত-প্রমাণ
ও সাঁই সিরাজ যা করে।।

————
হারামণি, ২য় খণ্ড, পৃ. ৭৮

<

Lalon Fakir ।। লালন ফকির