কে বোঝে সাঁইর লীলা খেলা।
ও সে আপনি হয় গুরু, আপনি চেলা৷
সপ্ততলার উপরে সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্য রূপ লীলে রসে
চেনা যায় না লেগে বেদের খেলা।
অঙ্গের অবয়বে সৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকর নাস্তি
বলি না জেনে সে ভেদ নিরালা৷
যদি কার হয় চক্ষুদান
সেই দেখে সে রূপ বর্তমান
লালন বলে, তাহার জ্ঞান-ধ্যান
হরে দেখিয়ে সব পুথিপালা।।
————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৩৬-৩৭; লালন-গীতিকা, পৃ. ১১-১২

<

Lalon Fakir ।। লালন ফকির