সহজ প্রেমে ডোব নারে মন কেনে।
আগে ডুবলে পাবা সোনার মানুষ
আছে রে যোগ-ধ্যানে।।
এই কামের ঘরে কপাট মারো
ভাবের একতালা গড়ো
এঁটে দাও প্রেম-ছোড়ানী মেরে।।

সে টললে জীব
না টললে শিব
জানে সেই শুদ্ধ রসিক জনে।।

আছে ধন সিন্ধুভরা
ক্ষেণে ক্ষেণে দেয় পাহারা
শক্তি আকর্ষণে।।

সে অটল নদীর জোয়ার ধরে
লালন বলে, … … …
পাড়ি দেও না কোলে কোলে।।

——————–
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৫৩
গানটি অশুদ্ধ; ছন্দ ও অন্ত্যমিলে ত্রুটি আছে। গানটির গুরুত্ব আছে, বিবেচনা করে উল্লেখ করা হল। পাঠান্তর পাওয়া গেলে এটি পুননির্মাণ করা সম্ভব হবে। আভোগের অসম্পূর্ণ চরণটি ‘ডট’ চিহ্ন দিয়ে বুঝানো হয়েছে।

<

Lalon Fakir ।। লালন ফকির