শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়।
যার নাম আলেক মানুষ আলেক রয়।।

রসিক রস অনুসারে

নিগূঢ় ভেদ জানতে পারে

রতিতে মতি ঝরে

মূল খণ্ড হয়।।

নীরে নিরঞ্জন আমার

আধ লীলে করলেন প্রচার

হলে আপন জন্মের বিচার

সব জানা যায়।।

আপনার জন্মলতা

খুঁজ গে তার মূলটি কোথা

লালন কয়, হবে সেথা

সাঁইর পরিচয়।।

——————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃষ্ঠা ১৬৯; লালন গীতিকা, পৃষ্ঠা ১০৮-০৯
‘বাউল কবি লালন শাহ’ গ্রন্থে অন্তরার প্রথম চরণে ‘রস রতি অনুসারে’ আভোগের ৩য় চরণে ‘লালন কয়, পাবি সেথা’ কথান্তর আছে। সঞ্চারী লেখা হয়েছে এভাবে :
যে লীলা ব্রহ্মাণ্ডের ‘পর
ঐ লালা ভাণ্ড মাঝার
হলে তার জন্মের বিচার
সব জানতে পায়।। —পৃষ্ঠা ২৯১

‘হারামণি’ ১ম, ৫ম ও ৭ম খণ্ডে গানটি সংকলিত হয়েছে। ১ম খণ্ডে ধুয়ার চরণদ্বয় স্থান বদল করেছে। পৃষ্ঠা ৫৮-৫৯। ৫ম খণ্ডে অন্তরা স্তাবকটি নেই। পৃষ্ঠা ৬৯। ৭ম খণ্ডে শুরুর ৫টি চরণ প্রক্ষিপ্ত। আভোগের ১ম চরণ ‘যে হল তোর জন্মদাতা’—এরূপে লেখা হয়েছে। পৃষ্ঠা ৪২০।

<

Lalon Fakir ।। লালন ফকির