পীরিতি অমূল্য নিধি। 
বিশেষ বিশ্বাস মতে কার হয় যদি।। 
এক পীরিতি শক্তিপদে 
মজেছিল চণ্ডীচাঁদে 
জানলে সে ভাব মনকে বেঁধে 
               ঘুচে যেত পথের বিবাদী।। 

এক পীরিত ভবানীর সনে 
মজেছিল পঞ্চাননে 
রহিল ত্রিভুবনে কিঞ্চিৎ ধ্যানে 
               মহাদেব সিদ্ধি।। 

এক পীরিতি রাধার অঙ্গ 
পরশিয়ে শ্যাম গৌরাঙ্গ 
কর লালন এমনি সঙ্গ 
               সিরাজ সাঁই কয় নিরবধি।।

—————
লালন গীতিকা, পৃষ্ঠা ১১৯-২০
‘লালন-সঙ্গীত’ গ্রন্থে অন্তরার ৪র্থ চরণে ‘বিবাদী’র কথান্তর ‘বিধি’, সঞ্চারীর ৩য় ও ৪র্থ চরণের কথান্তর “নাম রটিল এ ভুবনে/ কিঞ্চিত ধ্যানে মহাদেব সিদ্ধি” আছে। পৃষ্ঠা ২৭৫

<

Lalon Fakir ।। লালন ফকির