দেখবি যদি প্রেমের কারখানা,
গোলক-ধামে আছে প্রেমের মালখানা।।
প্রেম-নদীতে প্রেমের খনি
থাকে চিরকাল
প্রেমের এক কোদাল এনে কাট
সেই প্রেমের খাল।
প্রেম-চওড়া পাত পথে
প্রেমের মাছ বাঁধবে তাতে
কই জিয়াল খয়রা পুঁটি বাধবে না।।
প্রেম নদীতে ভেসে যায়
প্রেমের এক মরি
লালন কয়, যার গুরু সখা,
সেই করেছে আড়ি।
প্রেমের এক শকুন হইয়া
মরিটা ফেলাও খাইয়া
সেই মরি খাইলে জীবের রসনা।। ———————
হারামণি, ৫ম খণ্ড, পৃষ্ঠা ৫১