করি কেমনে শুদ্ধ সহজ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফেঁপে ওঠে কাম-নদীর তুফান।।
প্রেম-রত্ন ধন পাওয়ার আশে
ত্রিপীনের ঘাট বাঁধলাম কষে।
কাম-নদীর এক ধাক্কা এসে
যায় বাঁধন ছাদন।।
বলবো কি সে প্রেমের কথা
কাম হইল প্রেমের লতা।
কাম ছাড়া প্রেম যথাতথা
নাই রে আগমন।।
পরম গুরু প্রেম-পীরিতি
কাম-গুরু হয় নিজপতি
কাম ছাড়া প্রেমে পাই কি গতি
তাই ভাবে লালন।।
——————–
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৮০-৮১; লালন-গীতিকা, পৃ. ১০৯; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৭; হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৬৫; ৭ম খণ্ড, পৃ. ২-৩; বাউল কবি লালন শাহ, পৃ. ১০৭
প্রত্যেক গ্রন্থে শব্দগত কিছু কিছু কথান্তর আছে।