গুরুর ভাব রাখা হইল রে আমার বিষয় দায়।
আমি ধরতে চাই সত্য জেনে, ও আমি আমার নয়।।
	গুরুজী দিয়েছে বাক্য
	আমার মনে-প্রাণে হয় না ঐক্য
ও রে তাইতে বুঝি মানব-জনম আমার বৃথা যায়।।
	গুরুর সাথে লেনাদেনা
	ও রে বিনা মূল্যে বেচাকেনা
লালন বলে, তাইতে বুঝি - গুরুর কাছে শিষ্য বান্দা রয়।।

————-
হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪১

<

Lalon Fakir ।। লালন ফকির