জান গে যা গুরু দ্বারে জ্ঞান-উপাসনা।
কোন মানুষের কেমন কৃতি
       যাবে রে জানা।।
যার আশায় জগৎ বেহাল
তার কি আছে সকাল বিকাল
তিলেক মাত্র না দিলে জল
       ব্রহ্মাণ্ড রয় না।।
পুরুষ পরশমণি
কালা কাল তার কিসে জানি
জল দিয়ে সব চাতকিনী
       করে সান্ত্বনা।।
বেদ-বিধির গোচর সদায়
কৃষ্ণ পদ নিত্য উদয়
লালন বলে, মনের দ্বিধায়
        দেখে দেখ না।।

————-
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২১৯-২০

<

Lalon Fakir ।। লালন ফকির